আল ক্বাসিম ইউনিটি টাস্টের দোয়া ও ইফতার মাহফিল
আল ক্বাসিম ইউনিটি টাস্ট (বন্ধরবাড়ি) ফুলতৈলছগাম তোয়াকুল এর উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৯ মার্চ) ফুলতৈলছগামের বন্ধর বাড়িতে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আল ক্বাসিম ইউনিটি টাস্টের সভাপতি হাজী রফিকুল হক।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন এনামুল হক।
সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৮নং ইউনিয়ন এর কাজী আব্দুস শাকুর, তোয়াকুল বাজার উচ্চ বিদ্যালয়ের শিক্ষক কবির উদ্দিন, মেরিন ইঞ্জিনিয়ার নোমানি ব্যাংক কর্মকর্তা নুমানি, টাস্টের সচিব আশরাফুল ইসলাম।
এছাড়াও অনুষ্ঠানে সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ, গ্রামের বিশিষ্টি মুরুব্বিয়ান, যুবকরা উপস্থিত ছিলেন।
সম্পাদক: আশরাফুল ইসলাম
01718016552
প্রকাশক: ইলিয়াস আহমদ
+447506800616
সিলেট অফিস: সিতারা ম্যানশন, জিন্দাবাজার, সিলেট।
Uk Office: London Road, Sheffield, UK.
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫