প্রবেশপত্র না পাওয়ায় এসএসসি পরীক্ষা দিতে পারছে না ১০ শিক্ষার্থী
রাত পোহালেই পরীক্ষা, বাড়তি অর্থ না দেওয়ায় মেলেনি প্রবেশপত্র
জেলা প্রতিনিধি
১০ এপ্রিল ২০২৫, ১১:০৫
বিদ্যালয়ের গেটে তালা, সড়ক অবরোধ করে এসএসসি পরীক্ষার্থীদের বিক্ষোভ
সারাদেশে আজ বৃহস্পতিবার (১০ এপ্রিল) থেকে শুরু হওয়া মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার অ্যাডমিট কার্ড না পেয়ে কক্সবাজারের উখিয়ার একটি বিদ্যালয়ের পরীক্ষার্থীরা বিক্ষোভ করছে। তারা সকালে এসে বিদ্যালয়ের গেটে তালা দেখে কান্নায় ভেঙে পড়ে। এ সময় সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে।
উখিয়া মরিচ্যা হলদিয়া পালং আদর্শ বিদ্যানিকেতন নামে এক স্কুলে ১৩ জন পরীক্ষার্থীকে কোনো অ্যাডমিট কার্ড দেওয়া হয়নি। ফলে বৃহস্পতিবার সকালে পরীক্ষা দিতে না পেরে তারা সড়ক অবরোধ করে।
উখিয়া নির্বাহী কর্মকর্তা কামরুল হোসেন চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেন, উখিয়া মরিচ্যা হলদিয়া পালং আদর্শ বিদ্যানিকেতন নামে একটি প্রতিষ্ঠানের ১৩ জন শিক্ষার্থী পরীক্ষা দিতে পারছে না এমন অভিযোগ পেয়েছি কিছুক্ষণ আগে। স্কুলটির কর্তৃপক্ষ আমার সঙ্গে যোগাযোগ করেছে পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে। পরে আমি আমার ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করে জানতে পারি, তারা চট্টগ্রাম বোর্ডে ফরম পূরণ করেনি। মূলত ব্যাঙের ছাতার মতো গড়ে ওঠা এসব প্রতিষ্ঠানের কারণে শিক্ষার্থীদের জীবন নষ্ট হচ্ছে। শিক্ষার্থীদের অভিভাবকরা আমাদের কাছে লিখিত অভিযোগ দিলে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব।
পরীক্ষায় অংশগ্রহণ করতে না পারা শিক্ষার্থীর অভিভাবক নুর আলম বলেন, আমার মেয়ের ফরম পূরণের টাকা দিয়েছি। সকালে অ্যাডমিট কার্ড দেওয়ার কথা। এখানে এসে দেখি স্কুল তালাবদ্ধ। প্রধান শিক্ষক পালাতক।
উখিয়া মরিচ্যা হলদিয়া পালং আদর্শ বিদ্যানিকেতন প্রধান শিক্ষক মোহাম্মদ ইউনুসের মোবাইলফোনে একাধিকবার কল দিলেও সেটি বন্ধ পাওয়ায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
সম্পাদক: আশরাফুল ইসলাম
01718016552
প্রকাশক: ইলিয়াস আহমদ
+447506800616
সিলেট অফিস: সিতারা ম্যানশন, জিন্দাবাজার, সিলেট।
Uk Office: London Road, Sheffield, UK.
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫