আওয়ামী লীগ নিষিদ্ধে গাছবাড়ী বাজারে আম জনতার আনন্দ মিছিল ও পথ সভা সম্পন্ন
মুফিজুর রহমান নাহিদ স্টাফ রিপোর্টার:আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ায় গাছবাড়ী বাজারে আম জনতার আনন্দ মিছিল ও পথ সভা অনুষ্ঠিত হয়েছে। জামাত নেতা বিলাল বিন রহমতের পরিচালনায় বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সিলেট জেলার যুগ্ম আহবায়ক ছাত্রনেতা জামিল আহমেদ।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সিলেট জেলার যুগ্ম আহবায়ক ছাত্রনেতা জামিল আহমেদ
বক্তব্য কালে
বলেন, ফ্যা’সি’বাদবিরোধী জাতীয় ঐক্যকে লাল সালাম ও অন্তরের অভিনন্দন। প্রচণ্ড দাবদাহ ও ষড়যন্ত্রের অতল স্রোত ভেদ করে ছাত্র-জনতা আবারও প্রমাণ করেছে—বাংলাদেশের মাটি ফ্যা’সি’বাদ মেনে নেয় না। ফ্যা’সি’বাদী আওয়ামী লীগের জন্য এই ভূখণ্ডে কোনো স্থান নেই। তাদের রাজনৈতিক, সামাজিক ও প্রশাসনিক অস্তিত্ব চিরতরে মুছে দিতে হবে।আমাদের স্পষ্ট দাবি— আওয়ামী লীগকে আজীবনের জন্য নিষিদ্ধ ঘোষণা করতে হবে এবং জুলাই ঘোষণাপত্র জারি করে তা সংবিধানে অন্তর্ভুক্ত করতে হবে। কোনো প্রকার গেইম কিংবা ষড়যন্ত্র করলে, ছাত্র-জনতার উত্তাল তরঙ্গ ফ্যাসিবাদ ও তার দোসরদের ভাসিয়ে নিয়ে যাবে।
এসময় আরো বক্তব্য রাখেন উপাজেলা জামাতে ইসলামি এর সেক্রেটারি হাফিজ তাজ উদ্দীন ও বিভিন্ন সামাজিক সংঘটন ও সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।