• রবিবার, ০৯ নভেম্বর ২০২৫, ০৯:৩৭ অপরাহ্ন
শিরোনাম
কানাইঘাট মমতাজগঞ্জ বাজারে চাঁদা না পেয়ে ব্যবসায়ী সাজ্জাদুর রহমানের উপর হামলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্খা পূরণে দাঁড়িপাল্লার বিজয় নিশ্চিত করতে হবে ——মুহাম্মদ ফখরুল ইসলাম মনোনয়ন সংগ্রহ ৩৬ প্রার্থীর রেড ক্রিসেন্ট সিলেট ইউনিট’র নির্বাচন সিলেট “ল” কলেেজর ছাত্র ও কনস্ট্রাকশন ব্যবসায়ী তুহিন নিখোঁজ কানাইঘাটে ব্যবসায়ীকে মারধর করে ১লক্ষ দশ হাজার টাকা ছিনতাইর অভিযোগ নবজাগরণ স্বেচ্ছা সেবা ফাউন্ডেশনের কমিটি গঠন সভাপতি সৈয়দ রাসেল, সাধারণ সম্পাদক মোঃ ইমাজ উদ্দিন তাহিরপুরে শিক্ষার্থীদের কাছ থেকে টাকা আদায়ের অভিযোগ কেন্দ্র সচিবের বিরুদ্ধে বিএনপি পরিচয়ে চাঁদাবাজি হামলা : ব্যবস্থা গ্রহন দাবি দৈনিক নয়া দিগন্তের প্রতিষ্ঠাবার্ষিকীতে জামায়াত নেতৃবৃন্দের যোগদান সাগর রুনি হত্যার প্রতিবেদনের সময় বাড়ল ছয় মাস

সিলেট মহানগর ১২নং ওয়ার্ড জামায়াতের ইফতার মাহফিল

Reporter Name / ১২৫ Time View
Update : শনিবার, ২২ মার্চ, ২০২৫

সিলেট মহানগর ১২নং ওয়ার্ড জামায়াতের ইফতার মাহফিল

জামায়াত সবসময় ন্যায়ের
জন্য যারা লড়াই করে আসছে
–মুহাম্মদ ফখরুল ইসলাম

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগর আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম বলেছেন, অতীতে যারাই ক্ষমতায় গিয়েছে তারা কেবল নিজেদের আখের গুছিয়েছে। অতীতের ক্ষমতাসীনদের সীমাহীন দুর্নীতির চিত্র দেশের মানুষ প্রত্যক্ষ করেছে। দেশের মানুষ আর কোন দুর্নীতিবাজ, চাঁদাবাজ ও অসৎ লোকদের ক্ষমতায় দেখতে চায় না। তারা বৈষম্যমুক্ত, চাঁদাবাজমুক্ত, দুর্নীতিবাজমুক্ত এবং সামাজিক ন্যায়বিচারের বাংলাদেশ দেখতে চায়।

তিনি বলেন, সারাদেশের মানুষ এখন জামায়াতে ইসলামী সম্পর্কে ইতিবাচক ধারণ পোষণ করে। জামায়াত সবসময় ন্যায়ের জন্য যারা লড়াই করেছে। আমরা দেশের মানুষের সমর্থন নিয়ে আগামীর সুন্দর বাংলাদেশ গঠন করতে চাই।

তিনি বৃহস্পতিবার নগরীর শেখঘাট এলাকা সিলেট মহানগরীর কোতোয়ালী থানার ১২ নং ওয়ার্ড জামায়াত আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

বিশিষ্ট ব্যবসায়ী নুরুল আলমের সভাপতিত্বে ও সাবেক কাউন্সিলর পদপ্রার্থী মোহাম্মদ আব্দুল কাদিরের পরিচালনায় ইফতার মাহফিলে প্রধান আলোচকের বক্তব্য রাখেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. ফয়জুল হক।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোতোয়ালি থানা সেক্রেটারি পারভেজ আহমদ, ১২নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর পদপ্রার্থী ফখর উদ্দিন আহমদ, ওয়ার্ড জামায়াতের সভাপতি ফয়জুল ইসলাম, ছাত্রশিবির কোতোয়ালি পশ্চিম থানার সভাপতি মাহাদি হাসান, সেক্রেটারি মুহাইমিন নাইম, ওয়ার্ড শিবির সভাপতি বেলাল আহমদ, শেখঘাট কেন্দ্রীয় জামে মসজিদ কমপ্লেক্সের মুতাওয়াল্লি ও শেখঘাট পঞ্চায়েত কমিটির সভাপতি শফিক মাহমুদ।

মাহফিলে পঞ্চায়েত কমিটির সদস্যবৃন্দ, এলাকার মুরব্বিগণ ছাড়া বিভিন্ন শ্রেণীপেশার বিপুল সংখ্যক মানু অংশ নেন। ইফতারের পূর্বে বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি, দেশের উন্নতি ও সকলের কল্যাণ কামনা করে মুনাজাত পরিচালনা করেন শেখঘাট কেন্দ্রীয় জামে মসজিদ কমপ্লেক্সের ইমাম সাদিকুর রহমান।


More News Of This Category
bdit.com.bd