• রবিবার, ০৯ নভেম্বর ২০২৫, ১০:১৫ অপরাহ্ন
শিরোনাম
কানাইঘাট মমতাজগঞ্জ বাজারে চাঁদা না পেয়ে ব্যবসায়ী সাজ্জাদুর রহমানের উপর হামলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্খা পূরণে দাঁড়িপাল্লার বিজয় নিশ্চিত করতে হবে ——মুহাম্মদ ফখরুল ইসলাম মনোনয়ন সংগ্রহ ৩৬ প্রার্থীর রেড ক্রিসেন্ট সিলেট ইউনিট’র নির্বাচন সিলেট “ল” কলেেজর ছাত্র ও কনস্ট্রাকশন ব্যবসায়ী তুহিন নিখোঁজ কানাইঘাটে ব্যবসায়ীকে মারধর করে ১লক্ষ দশ হাজার টাকা ছিনতাইর অভিযোগ নবজাগরণ স্বেচ্ছা সেবা ফাউন্ডেশনের কমিটি গঠন সভাপতি সৈয়দ রাসেল, সাধারণ সম্পাদক মোঃ ইমাজ উদ্দিন তাহিরপুরে শিক্ষার্থীদের কাছ থেকে টাকা আদায়ের অভিযোগ কেন্দ্র সচিবের বিরুদ্ধে বিএনপি পরিচয়ে চাঁদাবাজি হামলা : ব্যবস্থা গ্রহন দাবি দৈনিক নয়া দিগন্তের প্রতিষ্ঠাবার্ষিকীতে জামায়াত নেতৃবৃন্দের যোগদান সাগর রুনি হত্যার প্রতিবেদনের সময় বাড়ল ছয় মাস

ফিলিস্তিনে বিশ্ব মানবতার দুশমন ইসরাইলের গণহত্যার বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে —-এডভোকেট জুবায়ের

Reporter Name / ৭৪ Time View
Update : সোমবার, ৭ এপ্রিল, ২০২৫

সিলেট মহানগর জামায়াতের বিক্ষোভ মিছিল

ফিলিস্তিনে বিশ্ব মানবতার দুশমন ইসরাইলের
গণহত্যার বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে
—-এডভোকেট জুবায়ের

জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারী জেনারেল এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেছেন, যুদ্ধবিরতি চুক্তি লংঘন করে ফিলিস্তিনে নৃশংস গণহত্যার মাধ্যমে ইসরাইলী দখলদাররা প্রমাণ করেছে তারা বিশ্ব মানবতার দুশমন। গাজা ও রাফায় ইসরাইলীদের নৃশংস গণহত্যা বিশ্বের কোটি মুসলমানের হৃদয়ে রক্তক্ষরণের শামিল। ইসরাইল একটি অভিশপ্ত জাতি, সন্ত্রাসী গোষ্ঠী। বিশ্ব মোড়লদের প্রত্যক্ষ মদদে তারা ফিলিস্তিনে জবর দখলের মাধ্যমে রাষ্ট্র প্রতিষ্ঠার ষড়যন্ত্র করছে। কিন্তু বিশ্ব মুসলিমের নিরবতার কারণে ইসরাইল দিন দিন আরো বেপরোয়া হয়ে উঠছে। তারা মানবাধিকারকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে গাজা ও রাফা শহরকে বোমা মেরে মাঠির সাথে মিশিয়ে দিচ্ছে। বোমার আঘাতে ফিলিস্তিনি বনি আদমের ছিন্নভিন্ন দেহ আকাশে উড়ছে। যা মানবতার চরম বিপর্যয়। ইসরাইলী নৃশংসতার বিরুদ্ধে বিশ্ব মুসলমানদের রুখে দাঁড়াতে হবে। অন্যথায় বিশ্ব মানচিত্র থেকে ফিলিস্তিনি রাষ্ট্র চিরতরে মুছে যাওয়ার আশঙ্কা রয়েছে।

তিনি বলেন, বাংলাদেশ সরকারকে ফিলিস্তিনের পাশে দাঁড়াতে হবে একই সাথে বিশ্ব মুসলিমদেরকে ঐক্যবদ্ধভাবে সন্ত্রাসী রাষ্ট্র ইসরাইলের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নিতে হবে। গাজায় বোমা হামলা চালিয়ে হাজার হাজার নারী ও শিশু হত্যা বিশ্ব মুসলিমকে আর ঘরে বসে থাকার সুযোগ নেই। বিশ্বব্যাপী ইসরাইলী পণ্য বর্জনের ডাক দিতে হবে। গাজায় গণহত্যা বন্ধে মুসলিম বিশ্বকে এখনই কার্যকর উদ্যোগ নিতে হবে।

তিনি সোমবার (৭ এপ্রিল) বিকেলে নগরীর ঐতিহাসিক কোর্ট প্রাঙ্গনে জামায়াত কেন্দ্র ঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে ফিলিস্তিনে ইসরাইলের গণহত্যার প্রতিবাদে সিলেট মহানগর জামায়াত আয়োজিত বিক্ষোভ মিছিল পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। মিছিলটি নগরীর কোর্ট পয়েন্ট থেকে শুরু হয়ে বিভিন্ন পয়েন্ট প্রদক্ষিণ করে আম্বরখানা পয়েন্টে গিয়ে সমাপ্ত হয়।

সিলেট মহানগর জামায়াতের নায়েবে আমীর ড. নূরুল ইসলাম বাবুলের সভাপতিত্বে ও সেক্রেটারী মোহাম্মদ শাহজাহান আলীর পরিচালনায় অনুষ্ঠিত বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- সিলেট জেলা জামায়াতের সাবেক নায়েবে আমীর অধ্যাপক আব্দুল হান্নান, সেক্রেটারী জয়নাল আবেদীন, মহানগর সহকারী সেক্রেটারী জাহেদুর রহমান চৌধুরী ও মাওলানা ইসলাম উদ্দিন, সাবেক দক্ষিণ সুরমা উপজেলা চেয়ারম্যান মাওলানা লোকমান আহমদ, সাবেক ফেঞ্চুগঞ্জ উপজেলা চেয়ারম্যান সাইফুল্লাহ আল হোসাইন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সিলেট মহানগর সভাপতি এডভোকেট জামিল আহমদ রাজু ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সিলেট মহানগর সভাপতি শাহীন আহমেদ।

মিছিল পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, গত ১৯ জানুয়ারি যুদ্ধ বিরতি কার্যকর করার পর থেকেই ইসরাইল অব্যাহতভাবে গাজায় একের পর এক ছোট-খাটো হামলা চালিয়ে যুদ্ধ বিরতি লঙ্ঘন করে আসছে। গত ১৮ মার্চের হামলাটি ছিল যুদ্ধ বিরতির পর সবচাইতে বড় ধরনের হামলা। জালিম ইসরাইলি বাহিনীর এক দিনের এই বর্বর হামলায় নারী-শিশুসহ চার শতাধিক লোক নিহত হয়েছেন। ইসরাইলি প্রধানমন্ত্রী পুনরায় যুদ্ধ শুরু করার ঘোষণা দিয়ে এ হামলা চালিয়েছে। এ হামলার মাধ্যমে ইসরাইলিদের যুদ্ধবাজ জঙ্গি মনোভাবই আবার অত্যন্ত নগ্নভাবে প্রকাশিত হলো। বহু অন্যায় আমরা সহ্য করেছি, আর নয়। জাতিসংঘ ও আমেরিকা আমাদের কাছে মানবতার ছবক নিয়ে আসে, কিন্তু ইসরায়েলের মানবতা লঙ্ঘন বন্ধে তাদের কোন কার্যক্রম আমাদের চোখে পড়ে না। নিজ নিজ অবস্থান থেকে ফিলিস্তিনের পাশে দাঁড়াতে হবে ও ইসরাইলের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। সবধরণের ইসরাইলী পণ্যকে বয়কট করতে হবে।


More News Of This Category
bdit.com.bd