পাবলিক ইউনিভার্সিটিস স্টুডেন্টস এসোসিয়েশন অব গোয়াইনঘাটের (পুসাগ) নতুন কমিটি গঠন
করা হয়েছে। শুক্রবার (৩ অক্টোবর) বিকেলে সিলেটের একটি অভিজাত হোটেলে এই কমিটির অনুমোদন দেওয়া হয়। এর আগে এদিন পুসাগের “FRESHERS’ RECEPTION AND FELICITATION-2025” অনুষ্ঠিত হয়।
পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রুবেল আহমদ রাহীকে সভাপতি ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফখরুজ্জামান ফলিককে সাধারণ সম্পাদক করে ৮২ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
এছাড়া কমিটিতে সহসভাপতি হিসেবে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জোহরা বেগম, যুগ্ম সাধারণ সম্পাদক আরিফ আহমদ, সাংগঠনিক সম্পাদক হিসেবে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মো. মোস্তাফিজুর রহমান মতি, কোষাধ্যক্ষ হিসেবে একই বিশ্ববিদ্যালয়ের আবু হানিফ সিদ্দিককে মনোনীত করা হয়। এদিকে কমিটিকে অভিনন জানিয়ে শুভেচ্ছা জানিয়েছেন গোয়াইনঘাট উপজেলার সামাজিক রাজনৈতিক বেক্তিবর্গ।
বিজ্ঞপ্তি।