• রবিবার, ০৯ নভেম্বর ২০২৫, ০৯:৫২ অপরাহ্ন
শিরোনাম
কানাইঘাট মমতাজগঞ্জ বাজারে চাঁদা না পেয়ে ব্যবসায়ী সাজ্জাদুর রহমানের উপর হামলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্খা পূরণে দাঁড়িপাল্লার বিজয় নিশ্চিত করতে হবে ——মুহাম্মদ ফখরুল ইসলাম মনোনয়ন সংগ্রহ ৩৬ প্রার্থীর রেড ক্রিসেন্ট সিলেট ইউনিট’র নির্বাচন সিলেট “ল” কলেেজর ছাত্র ও কনস্ট্রাকশন ব্যবসায়ী তুহিন নিখোঁজ কানাইঘাটে ব্যবসায়ীকে মারধর করে ১লক্ষ দশ হাজার টাকা ছিনতাইর অভিযোগ নবজাগরণ স্বেচ্ছা সেবা ফাউন্ডেশনের কমিটি গঠন সভাপতি সৈয়দ রাসেল, সাধারণ সম্পাদক মোঃ ইমাজ উদ্দিন তাহিরপুরে শিক্ষার্থীদের কাছ থেকে টাকা আদায়ের অভিযোগ কেন্দ্র সচিবের বিরুদ্ধে বিএনপি পরিচয়ে চাঁদাবাজি হামলা : ব্যবস্থা গ্রহন দাবি দৈনিক নয়া দিগন্তের প্রতিষ্ঠাবার্ষিকীতে জামায়াত নেতৃবৃন্দের যোগদান সাগর রুনি হত্যার প্রতিবেদনের সময় বাড়ল ছয় মাস

নামাজ না পেয়ে মসজিদের ইমামের ছেলেকে পেটালেন আ.লীগ নেতা

Reporter Name / ৮৭ Time View
Update : বুধবার, ৫ মার্চ, ২০২৫

বুধবার, ০৫ মার্চ ২০২৫, ২১ ফাল্গুন ১৪৩১

নামাজ না পেয়ে মসজিদের ইমামের ছেলেকে পেটালেন আ.লীগ নেতা
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
০৫ মার্চ ২০২৫, ১১:১০

মসজিদে মাগরিবের নামাজ না পেয়ে ইমামের ছেলেকে পিটিয়েছে চাঁপাইনবাবগঞ্জের চরবাগডাঙা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ওমর আলী।

মঙ্গলবার (৪ মার্চ) মাগরিবের নামাজের পর সদর উপজেলার চরবাগডাঙা ইউনিয়নের গিধনি পাড়া ওয়াক্তিয়া মসজিদে এ ঘটনা ঘটে।

আহত ব্যক্তি হলেন- একই এলাকার সোলেমান বিশ্বাসের ছেলে মো.রুহুল আমিন (৬২)। তাকে বর্তমানে জেলা হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

এদিকে এ ঘটনার পরপরই চরবাগডাঙা এলাকায় কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.মতিউর রহমান।

আহত রুহুল আমিন বলেন- বৃদ্ধ বাবা অনুপস্থিত থাকায় আমি মাগরিবের আজান দিয়ে কয়েক মিনিট অপেক্ষা করে মুসল্লিদের অনুমতি নিয়ে নামাজ পড়ানো শুরু করি। নামাজে বিলম্বে মসজিদে আসেন আওয়ামী লীগ নেতা ওমর আলী। এসেই তিনি ক্ষিপ্ত হয়ে গালিগালাজ করেন। নামাজ শেষে একপর্যায়ে আমার ওপর হাসুয়া নিয়ে হামলা চালিয়ে মারধর করে।

রুহুল আমিনের ভাই ইমদাদুল হক বলেন- ইফতার শেষে মসজিদের অন্য মুসল্লিদের অনুমতি নিয়েই নামাজ শুরু করা হয়। এরপরেও ওমর আলী তার ভাইদের নিয়ে হামলা চালায়। এতে তার ভাইয়ের শরীরের বিভিন্ন স্থানে আঘাত লাগে। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হবে।

এ বিষয়ে বক্তব্য জানতে চাইলে আওয়ামী লীগ নেতা ওমর আলী বলেন,শুধু বকাবকি করা হয়েছে,মারধর করা হয়নি।

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.মতিউর রহমান বলেন, এক ব্যক্তিকে মারধরের ঘটনাটি শুনেছি। লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।


More News Of This Category
bdit.com.bd