• রবিবার, ০৯ নভেম্বর ২০২৫, ১০:০৬ অপরাহ্ন
শিরোনাম
কানাইঘাট মমতাজগঞ্জ বাজারে চাঁদা না পেয়ে ব্যবসায়ী সাজ্জাদুর রহমানের উপর হামলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্খা পূরণে দাঁড়িপাল্লার বিজয় নিশ্চিত করতে হবে ——মুহাম্মদ ফখরুল ইসলাম মনোনয়ন সংগ্রহ ৩৬ প্রার্থীর রেড ক্রিসেন্ট সিলেট ইউনিট’র নির্বাচন সিলেট “ল” কলেেজর ছাত্র ও কনস্ট্রাকশন ব্যবসায়ী তুহিন নিখোঁজ কানাইঘাটে ব্যবসায়ীকে মারধর করে ১লক্ষ দশ হাজার টাকা ছিনতাইর অভিযোগ নবজাগরণ স্বেচ্ছা সেবা ফাউন্ডেশনের কমিটি গঠন সভাপতি সৈয়দ রাসেল, সাধারণ সম্পাদক মোঃ ইমাজ উদ্দিন তাহিরপুরে শিক্ষার্থীদের কাছ থেকে টাকা আদায়ের অভিযোগ কেন্দ্র সচিবের বিরুদ্ধে বিএনপি পরিচয়ে চাঁদাবাজি হামলা : ব্যবস্থা গ্রহন দাবি দৈনিক নয়া দিগন্তের প্রতিষ্ঠাবার্ষিকীতে জামায়াত নেতৃবৃন্দের যোগদান সাগর রুনি হত্যার প্রতিবেদনের সময় বাড়ল ছয় মাস

জেলা প্রশাসক বরাবরে দরখাস্ত বিয়ানীবাজারে কথিত মানববন্ধনটির তথ্য মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন

Reporter Name / ২৯৩ Time View
Update : শুক্রবার, ১ আগস্ট, ২০২৫

জেলা প্রশাসক বরাবরে দরখাস্ত
বিয়ানীবাজারে কথিত মানববন্ধনটির
তথ্য মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন

গত ২৬ জুলাই শনিবার দুপুরে বিয়ানীবাজার উপজেলার পাড়িয়াবহর গ্রামে অনুষ্ঠিত মানববন্ধনে যে সব মিথ্যা প্রমাণহীন বক্তব্য দেয়া হয়েছে এরই প্রেক্ষিতে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন পাড়িয়াবহরের বাসিন্দা, সিলেট সাংবাদিক ইউনিয়ন রেজিঃ ২৭২৮ এর সভাপতি, মাইটিভি চ্যানেলের সাবেক সিলেট ব্যুরো প্রধান নজরুল ইসলাম সিপার।
গত ২৮ জুলাই সিলেট জেলা প্রশাসক বরাবরে পাড়িয়াবহরে নিরীহ মানুষের জায়গা জমি অবৈধ দখল প্রতিরোধে ব্যবস্থা গ্রহণ সহ গত ২৬ জুলাই তারিখে গ্রামের এক শ্রেণির অসৎ ভূমিখেকো কর্তৃক তিনির বিরুদ্ধে মানহানিকর বক্তব্যে মিথ্যা তথ্য দিয়ে মৌরসী এবং আদালতের রায় ডিক্রিপ্রাপ্ত ভূয়া মালিকানা দাবীকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য জেলা প্রশাসক বরাবরে আবেদন জানিয়েছেন। ডকেট নং- ২৬, তারিখ- ২৮/০৭/২০২৫ইং।
দরখাস্তে নজরুল ইসলাম সিপার উল্লেখ করেছেন, পাড়িয়াবহরে অবস্থিত রাস্তাটি তাদের স্বত্ব দখলিয় ভূমির অংশ। রাস্তাটি গ্রামের ভূমিখেকোরা জোরপূর্বক ভূয়া তথ্য দিয়ে বেদখল করতে রাস্তার প্রকৃত রেকডিয় মালিকদের খুন খারাপির ভয়ভীতি দেখিয়ে গ্রাম ছাড়া করার ইতোমধ্যে হুমকী দিয়েছে মানববন্ধনকরীরা।
স্থানীয় বিলপাড়ের বাসিন্দা ও পাড়িয়াবহরে অস্থায়ী বসবাসকারী মৃত শামস উদ্দিন কালা মিয়ার ছেলে সাইফুর রহমান ছইফ, গ্রামের মৃত সজ্জাদ আলীর ছেলে জামিল উদ্দিন ও মাসুম উদ্দিন, মৃত আয়াজ আলীর ছেলে জয়নাল উদ্দিন, গ্রামের বাসিন্দা ও ১১নং লাউতা ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক গোপেশ বিশ্বাস, জোয়াদ আলী গং সংঘটিত হয়ে সিপারের পক্ষে আদালতের রায় ডিক্রিকৃত জায়গা জমি বেদখল করতে মিথ্যা মামলা দিয়ে হয়রানী সহ মব জাস্টিসের হুমকী দিয়েছে তারা।
এমনকি উল্লেখিত ব্যক্তিগণ অবৈধ টাকার জোরে গ্রামে ছইফ গং এর নেতৃত্বে গ্যাং লিডার তৈরি করে পাড়িয়াবহরের সাধারণ মানুষের জনমনে আতংক সৃষ্টি করে যাচ্ছে।
সিপার বলেন, তিনি গত দুই বছরের অধিক সময় ধরে গ্রামে যান না। অথচ তাকে মিথ্যা অভিযোগে মামলাবাজ, চাঁদাবাজ, আওয়ামীলীগের দোসর, সংস্কারে বাঁধাবাজ বানানো হয়েছে। এই বানোয়াট তথ্যের উপর নির্ভর করে গ্রামের ছইফ গং এর নেতৃত্বে একটি অস্ত্রধারী সন্ত্রাসী বাহিনী গড়ে উঠেছে। এই বাহিনী গ্রামের নীরিহজন ও প্রবাসী পরিবারের জায়গা বেদখল ও সম্পদ লুটপাটের অভিযোগ আছে। কিন্তু তাদের অপরাধ ভিন্নখাতে আড়াল করার জন্য মানববন্ধন করে মিথ্যা তথ্য ছড়িয়ে দিয়েছে। তারা মানববন্ধনে দাবী করেছে আমাদের স্বত্ব দখলিয় রাস্তাটির মালিক তারা। কিন্তু গণমাধ্যমকে রাস্তার মালিকানার কোন কাগজপত্র দেখাতে পারেনি।
সেজন্য সিপার জানমালের নিরাপত্তা দিতে সরকারের কাছে লিখিত দরখাস্ত দিয়েছেন।
দরখাস্তে তিনি উল্লেখ করেন, তিনি জটিল রোগে ৭ মাস ধরে আক্রন্ত হয়ে শয্যাশায়ি থাকায় গ্রামের বিশৃঙ্খল লোকজন তার বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে। সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে গ্রামের কিছু সংখ্যক লোকজন মানববন্ধন করে রাস্তা সংস্কারে বাঁধার যে অভিযোগ তুলেছেন, সেই তথ্যগুলো মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত। কারণ রাস্তাটি সরকার বা অন্য কোন পাবলিক মালিক নন।


More News Of This Category
bdit.com.bd